আওয়ার ইসলাম: সাভারস্থ দারুল উলুম কর্ণপাড়া মাদরাসায় বাংলাদেশ আইম্মাহ পরিষদের উদ্যোগে বায়ান্নর ভাষা আন্দোলন প্রসঙ্গে আলেমদের ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আইম্মাহ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী।
আজ রোববার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে শায়খুল হাদিস মাওলানা মহিউদ্দিন রাব্বানী বলেন, ভাষা দিবস উদযাপনের নামে আজ সারাদেশে যে অপসংস্কৃতির হিড়িক পড়েছে, তা প্রতিরোধ করা এদেশের তৌহিদি জনতার প্রাণের দাবি। এ দায়িত্ব নতুন প্রজন্মকে কাঁধে তুলে নিতে হবে।
অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে আরও বলেন, নবী কটূক্তিকারী সেক্যুলারিস্টদের কবল থেকে বাংলা ভাষাকে উদ্ধার করে পুনরায় পূতঃপবিত্র করতে হবে। বর্তমান ইতিহাস বিকৃতকারীগণ এমনভাবে ইতিহাস সৃষ্টির চেষ্টা করছেন, যেন ইসলাম আর বাংলা ভাষার মাঝে দা-কুমড়া সম্পর্ক। অথচ ঐতিহাসিক সত্য হচ্ছে, এদেশে সর্বপ্রথম যে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন তিনি ছিলেন একজন আলেম, হযরত মাওলানা আতহার আলী সাহেব রহ.।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক মুসা, জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শিক্ষা সচিব মুফতী শরীফুল ইসলাম সুহাইল, সাভার উপজেলা ওলামা পরিষদের মহাসচিব মাওলানা আলী আযম, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের তথ্য ও গবেষণা সহ-সম্পাদক মাওলানা আশরাফ মাসরূর, মাকতাবাতুল ইসলামের কর্ণধার মাওলানা মুঈন আল গালিব, জামিয়া মুহাম্মাদিয়া আারাবিয়া মোহাম্মদপুরের মুহাদ্দিস মাওলানা মুস্তফা কামাল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, দারুল ইনআম মিকাইল নগরের প্রিন্সিপাল মুফতী মাহমুদুল হাসান, মাওলানা আহসান মাহবুব, মুফতী মাহফুজ হায়দার, জামিয়াতুল মানহালের উসতাযুল হাদিস মুফতী আদনান মাসউদ, বায়তুল মোমিন মাদরাসার মুহাদ্দিস মাওলানা ইমদাদ আশরাফ, মুফতী আলী আকরাম, মুফতী জহিরুল ইসলাম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা কাউসার আহমাদ, মুফতী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
-এটি