আওয়ার ইসলাম: নেত্রকোণার কলমাকান্দায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাজারে আগুন লেগে একটি বাসাসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাজারের বাকি অংশ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে মধ্যরাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউন থেকে এ আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে বাজারের কাজল মাস্টারের বাসা ও সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরো ৮-১০ টি দোকানঘরের আংশিক ক্ষতি হয়েছে।
কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মুহা. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
-এএ