আওয়ার ইসলাম: মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরের হাজী শরীয়ত উল্লাহ রহ.এর দরবারে প্রতিষ্ঠিত বাহাদুরপুর মাদরাসার ৭৬ তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।
আগামীকাল ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এ মাহফিল চলবে ২০ তারিখ পর্যন্ত।
মাহফিল পরিচালনা করবেন হাজী শরীয়ত উল্লাহ রহ.এর সপ্তম পুরুষ ও বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ হযরত মাওলানা হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান বাহাদুরপুর পীর। প্রতিবছর মাহফিলে কয়েক লক্ষাধিক ভক্ত-মুরীদান ও ধর্মপ্রাণ মুসলমান তিন দিন অবস্থান করে আত্মশুদ্ধির দীক্ষা নেয়।
জানা যায়, মাহফিল উপলক্ষে আশপাশের অঞ্চলগুলোতে ‘আল্লাহ আল্লাহ’ জিকিরে মুখরিত হয়ে ওঠে। ফরায়েজীদের জবানে শুধু আল্লাহ আল্লাহ জিকির থাকে না, তাদের চেহারায় থাকে স্বাধীনতার চিহ্নও। বাহাদুরপুর আস্তানা শুধু বর্তমানের বাহাদুরপুর মুরিদদের নয় বরং উপমহাদেশের স্বাধীনতাকামী ফরায়েজীদের আসল আস্তানা।
আগামীকাল অনুষ্ঠিত এ বার্ষিক মাহফিলে ধর্মপ্রাণ তাওহিদি জনতাসহ সব মুসলিম দীনি ভাইদের দাওয়াত করেছেন হাজী শরীয়াত উল্লাহ রহ. এর সপ্তম পুরুষ ও বাহাদুরপুর পীর আলহাজ্ব হাফেজ মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ হাসান, হাফেজ মাওলানা হানজালা ও হাফেজ মাওলানা তোহা।
-এটি