আওয়ার ইসলাম: দেশের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়ার উলুমুল হাদীস বিভাগের উদ্যোগে মিডিয়ায় আলেমদের অংশগ্রহণ প্রয়োজনীয়তা ও কলাকৌশল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রোজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) উলুমুল হাদীস বিভাগের প্রধান মাওলানা ত্বহা দানিশ মক্কীর সভাপতিত্বে মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তার নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব গাজী সানাউল্লাহ রাহমানী।
উলুমুল হাদীস বিভাগ ছাড়াও অন্যান্য বিভাগের ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিকেল থেকে শুরু হয়ে আয়োজনটি মাগরিব পর পর্যন্ত চলে।
আলোচনায় মাওলানা রাহমানী বলেন, দাওয়াতী কাজে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। মিডিয়ায় মাধ্যমে সহজেই মানুষের কাছে ইসলামের বাণী ছড়িয়ে দেয়া সম্ভব। মিডিয়ার ময়দানে তরুণ আলেমদের এগিয়ে আসতে হবে। এছাড়াও আলেমদের শুদ্ধ বাচনে কথা বলার গুরুত্ব, মিডিয়ায় কাজ করার ক্ষেত্রে সম্ভাবনা ও প্রতিবন্ধতার নানা দিক তাঁর আলোচনায় উঠে আসে।
আলোচনা শেষে উৎসুক শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে আয়োজনটি বেশ জমে ওঠে। উপস্থিত শিক্ষার্থীরা এতে উৎসাহিত হয়। ইলমী আয়োজনের পাশাপাশি এমন আয়োজন আগামীতে আরো করার প্রত্যাশা ব্যক্ত করেন উচ্চতর হাদীস বিভাগের তত্বাবধায়ক মাওলানা ত্বহা দানিশ মক্কী। সবশেষ দোয়ার মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয়।
-এটি