বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

ইসলামে গুজব ছাড়ানো নিষিদ্ধ: বায়তুল মোকাররমের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডেঙ্গু মোকাবিলা ও গুজব প্রতিরোধে সারা দেশের মসজিদে খুতবায় বয়ান করেছেন ইমামগণ। জুম্মার নামাজের আগে রাজধানীর বায়তুল মোকাররমে ডেঙ্গু মোকাবিলায় নিজিদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান পেশ ঈমাম।

জুমার খুতবায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়। এছাড়া গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহবান জানান জাতীয় মসজিদের ইমাম।

তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে কেউ গুজব ছড়াচ্ছে কিনা তা যাচাই করতে হবে। খুতবায় গুজবের ক্ষতিকর দিকগুলো ধর্মীয় আলোকে তুলে ধরা হয়।

বায়তুল মোকারম মসজিদের ইমাম বলেন, একটি গুজব একটি জাতি-গোষ্ঠীর ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। যাচাই বাছাই না করে কোনো পদক্ষেপ নিলে কোনো মানুষের ক্ষতি হতে পারে। আর যখন জানা যাবে যে কাজটি করা হয়েছিল তা ভুল ছিল, তখন নিজে লজ্জিত হতে হয়। এক্ষেত্রে কোনো সংবাদ শোনা মাত্র তা যাচাই বাছই করা উচৎ।

ইসলামে গুজব ছড়ানো নিষিদ্ধ। এর সঙ্গে সম্পৃক্ত থাকার কোনো সুযোগ নেই। বর্তমানে ফেসবুকে একটা কিছু দেখেই কেউ লাইক দিয়ে দেয়। এটাও করা যাবে না। কোনটা ভাল আর মন্দ তা আগে দেখা উচৎ। লাইক দিলে ওই কর্মকাণ্ডের সঙ্গে নিজেও সামিল হওয়ার মতই। কোনো ধরনের প্রপাগান্ডা, গুজবে কান দেয়া যাবে না।

এদিকে গত মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ডেঙ্গু, বন্যা ও বিভিন্ন গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশের সকল মসজিদে খুতবা প্রদানের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, ডেঙ্গু ও বন্যা কবলিত এলাকায় সতর্ক থাকা এবং বিভিন্ন গুজবকে কেন্দ্র করে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে ইফা’র পক্ষ থেকে দেশের সকল জেলা বা উপজেলার ইমাম ও খতিবদের জুমআর নামাজের খুতবায় আলোচনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ