বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

পুরাতন নামে ফিরে যাচ্ছে ইরানি মুদ্রা, রিয়াল থেকে তুমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানি মুদ্রার বর্তমান নাম পরিবর্তন করে পুরাতন নাম রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইরানের বর্তমান ব্যাংক নোটের মান কমিয়ে আনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল বুধবার ইরানি মন্ত্রিসভার এক বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের নাম পরিবর্তন সংক্রান্ত প্রস্তাবে এ অনুমোদন দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, নতুন ঘোষণা অনুযায়ী ইরানের বর্তমান মুদ্রা রিয়ালের নাম পরিবর্তন করে তুমান রাখা হয়েছে। পাশাপাশি ব্যাংক নোটের মান কমিয়ে চার শূন্য বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত দুটি কার্যকর হলে এক লাখ রিয়াল হয়ে যাবে ১০ তুমান।

ইরনা নিউজ আরও জানায়, ১৯৩০ সাল পর্যন্ত ইরানের মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তীতে মুদ্রার নাম পরিবর্তন করে রিয়াল রাখা হয়। এর ফলে একই দেশে মুদ্রার নাম দুটি হয়ে যাওয়ায় অর্থের হিসাব করতে গিয়ে বিদেশিরা অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন।

এছাড়া মুদ্রান নাম রিয়াল থেকে তুমান করা হলে হিসাবের বিড়ম্বনা ও বিপুল পরিমাণ অর্থ বহন কমে যাবে। সেই সঙ্গে ডলারের বিপরীতে তুমানের মান অনেকটাই বেড়ে যাবে বলে মনে করছে ইরান।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে রিয়ালকে পরিবর্তন করে তুমান রাখা ও চার শূন্য বাদ দেওয়ার জন্য দেশটির সরকােরের কাছে একটি বিল জমা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

সেই প্রস্তাবটিই বুধবার ইরানি মন্ত্রিসভায় পাস করা হয়। তবে কবে নাগাদ সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে সেটি এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ