আওয়ার ইসলাম: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পশ্চিম তীরে ইহুদি বসতি চিরকাল থাকবে। এ ইস্যুর সমাধান হয়ে গেছে এবং বসতি চিরকাল থাকবে।
গত মঙ্গলবার এফরাতে বসতি প্রকল্পের উদ্বোধনে তিনি এ মন্তব্য করেছেন। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের মাটিতে কোনও বসতি উচ্ছেদ হবে না। এটা প্রমাণিত, এতে শান্তির পক্ষে কোনও কাজে আসে না। আমরা বসতি উচ্ছেদ করেছি। তাতে কী পেয়েছি আমরা? আমরা ক্ষেপণাস্ত্রের আঘাত পেয়েছি। আর এমনটা হবে না।
নেতানিয়াহু আরও বলেন, যারা আমাদের উচ্ছেদ করতে তাদের কাছ থেকে পশ্চিম তীর রক্ষা করছি আমরা। আমরা নিজেদের শেকড় আরও গভীর, শক্তিশালী ও স্থায়ী করে তুলবো।
উল্লেখ্য, এমন মন্তব্য নেতানিয়াহু এই প্রথম করেননি। এর আগে ২০১৭ সালেও তিনি বলেছিলেন, আমরা এখানে চিরকাল থাকবো।
-এএ