আওয়ার ইসলাম: ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকার নিয়ন্ত্রিত বন্দর নগরী এডেনে একটি সামরিক প্যারেডে মিসাইল ও ড্রোন হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।
হুথিদের অফিসিয়াল চ্যানেল আল মাসিরাহ টিভির একটি বার্তায় জানানো হয়, প্যারেডে মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
হুথি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর বিরুদ্ধে সামরিক অভিযানের জবাব দিতেই এই হামলা পরিচালনা করা হয়েছে বলে জানানো হয় ওই বার্তায়।
এ হামলায় একজন সামরিক কমান্ডারও নিহত হয়েছেন বলে রয়টার্সকে জানিয়েছে একটি সামরিক সূত্র। ওই সূত্র বলেন, ‘এডেনের আল জালা মিলিটারি ক্যাম্পের পেছনে প্যারেড চলাকালীন বিস্ফোরণ ঘটে। কয়েকজন সৈনিক একটি মৃতদেহকে ঘিরে কান্না করছিল। সম্ভবত তিনি একজন কমান্ডার।’
এদিকে এডেনের অন্য একটি জেলাতেও পুলিশ স্টেশনে গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সূত্রমতে সেখানেও তিনজন সৈন্য নিহত হয়েছে।
যদিও এই দুই হামলার মধ্যে কোন সংযোগ আছে কিনা তা এখনো নিশ্চিত নয়। ইয়েমেনে এর আগে এমন গাড়ি বোমা হামলার ঘটনায় আল কায়েদা দায় স্বীকার করেছিল।
-এটি