বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় স্থানীয় সময় বুধবার ইরানি পররাষ্ট্রমন্ত্রীর নামকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করে। মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ওয়াশিংটনে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

এ নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে জারিফের কোনো সম্পদ থাকলে তা আটকে রাখতে পারবে কর্তৃপক্ষ অথবা মার্কিন সংস্থাগুলো সেগুলো নিয়ন্ত্রণ করতে পারবে বলে জানায় মার্কিন অর্থ মন্ত্রণালয়।

নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন ম্নুচিন বলেন, ইরানের সর্বোচ্চ নেতার এজেন্ডা বেপরোয়াভাবে বাস্তবায়ন করে চলেছেন জাভেদ জারিফ।

অপরদিকে জাভেদ জারিফ টুইটারে এ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে হুমকি বলে মনে করে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা তার বা তার পরিবারের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন জারিফ। তিনি বলেন, ইরানের বাইরে আমার কোনো সম্পদ বা স্বার্থ নেই।

https://twitter.com/JZarif/status/1156664257020334081

টুইটে জারিফ আরও লেখেন, আপনাদের এজেন্ডা বাস্তবায়নের পথে আমাকে এত বড় হুমকি হিসেবে গণ্য করার জন্য ধন্যবাদ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানোর একদিন পরই নিষেধাজ্ঞার সম্মুখীন হলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। গত ২০ জুন আমেরিকার একটি চালকবিহীন ড্রোন ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করলে সেটিকে গুলি করে ভূপাতিত করে ইরানি বাহিনী।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ