বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

হাসি মুখে লঙ্কান কেবিনেটে ফিরলেন পদত্যাগী ৯ মুসলিম মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলংকার রাজধানী কলম্বো ও এর আশপাশের বিভিন্ন এলাকায় চালানো সিরিজ বোমা হামলায় সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে সম্প্রতি একযোগে পদত্যাগ করেছিলেন মুসলিম মন্ত্রীরা।

মঙ্গলবার (৩০ জুলাই)  তারা কেবিনেটে পুনরায় যোগ দিয়েছেন বলেলঙ্কান কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা 'রয়টার্স' খবর দিয়েছে।

খবরে বলা হয়, সন্ত্রাসীদের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই পুলিশের এ রিপোর্টের পর তারা কেবিনেটে যোগ দিলেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তরা এ কথা জানান।

এর আগে গত ২১ এপ্রিল কলোম্বোর তিনটি চার্চ ও তিনটি বিলাসবহুল আবাসিক হোটেলে চালানো সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৮ বেসামরিক নিহত ও প্রায় পাঁচ শতাধিক লোক আহত হন। পরবর্তীতে ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় জিহাদি গ্রুপের প্রায় একশর বেশি সমর্থককে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে একজন বৌদ্ধ আইনপ্রণেতা সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে পার্লামেন্টের সেই নয় মুসলিম সদস্যকে বরখাস্তের দাবি করেন। যদিও গত জুনের শুরুর দিকে তারা নিজেরাই পদত্যাগের ঘোষণা দেন। যাদের মধ্যে বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন।

এ দিকে লঙ্কান প্রেসিডেন্ট কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জুনে পদত্যাগ করা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সকলেই নিজ নিজ পদে বহাল হওয়ার জন্য কাল রাতে প্রেসিডেন্টের কাছে শপথ গ্রহণ করেছেন।'

অপর দিকে দেশটির মুসলিম নেতৃবৃন্দের অভিযোগ, ইস্টার সানডেতে ভয়াবহ হামলার পর থেকে তারা বিভিন্ন ধরণের সহিংসতা, ঘৃণা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের শিকার হচ্ছেন। দেশটির বর্তমানে প্রায় দুই কোটি ১০ লাখ লোকের বসবাস, যার মধ্যে প্রায় ১০ শতাংশ নাগরিকই মুসলিম।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ