আওয়ার ইসলাম: দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ মারাত্বক আকার ধারণ করায় স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঈদের ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সপরিবারে বিদেশ যাওয়ার খবরে তোলপাড় সৃষ্টি হওয়ায় ফিরে আসছেন।
স্বাস্থ্যমন্ত্রী সাত দিনের সফরে গত ২৮ জুলাই সপরিবারে মালয়েশিয়া যান। টিকিট অনুযায়ী আগামী ৪ আগস্ট তার দেশে ফেরার কথা। কিন্তু তার এ বিদেশ ভ্রমণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনার মুখে আজই তিনি দেশে ফিরছেন।
একাধিক সূত্রে জানা গেছে, জাহিদ মালিক আজই দেশে ফিরে আসছেন এবং আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলনে করবেন। চোখের চিকিৎসার জন্য তিনি বিদেশে গেছেন বলে একটি সূত্রের দাবি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেছিলেন, ‘মন্ত্রী মহোদয় বর্তমানে কোথায় আছেন, তা আমার জানা নেই। তবে আমি জানি, তিনি এলাকায় আছেন।’ কিন্তু দেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী মানিকগঞ্জে নেই। পারিবারিক সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন তিনি।
-এটি