বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

তিন তালাক বিল মুসলিম নারীদের প্রতি অবিচার: মাওলানা মাহমুদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট মাওলানা মাহমুদ মাদানি তিন তালাক বিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ বিল মুসলিম নারীদের প্রতি ন্যায়বিচার নয় বরং অবিচার। বিবাহ বিচ্ছেদের মধ্যস্থতার এ আইনটি করার মাধ্যমে মুসলমানদের শরিয়াহ ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি।

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, এ তিন তালাক বিল আইনের আওতায় এমনও হতে পারে মুসলিম নারীদের স্থায়ীভাবে বিবাহ স্থগিত করা হবে।

তাদের পুনরায় বিবাহ ও নতুন জীবন শুরু করার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। এভাবে ইসলাম যে উদ্দেশ্যে তালাকের বিধান করেছে তার কোনো কিছু অবশিষ্ট থাকবে না তাতে।

একইভাবে এ বিলের কারণে পুরুষদের জেল হলে নারী ও তাদের সন্তানদের কষ্ট ভোগ করতে হবে। সরকারেরও বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে।

পাশাপাশি এ আইনটি মুসলিম জনগোষ্ঠীর জন্য করলেও মুসলিমদের কোনো প্রতিনিধি বা শরিয়াহ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শও করা হয়নি।

সরকারের একগুঁয়েমী মনোভাব থেকে এ বিলটি জোর করে করা হয়েছে। যা গণতন্ত্র পরিচালিত কোনো দেশের জন্য খুবই লজ্জাজনক।

আমরা বিশ্বাস করি এ আইনের বিপক্ষেই অবস্থান নিবে মুসলিম নারীরা। এ আইনের উদ্দেশ্য তো এটাই মনে হচ্ছে, নারীদের অধিকার আদায়ের নামে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত করা।

তিনি বিবৃতিতে আরো বলেন, ভারতের সংবিধানে প্রদত্ত অধিকারের ধারাগুলোতে আদালত বা সংসদের মুসলমানদের ধর্মীয় ও পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ সমস্ত মুসলমানকে বিবাহ বিচ্ছেদ সম্পূর্ণরূপে এড়ানোর আহ্বান জানিয়েছে।শরিয়তের আদেশ অনুযায়ী বিবাহবিচ্ছেদ ও অন্যান্য পারিবারিক বিষয়গুলি সমাধান করা উচিত বলে জানিয়ে দিচ্ছে। কোনো অজুহাতে যেরো সরকার হস্তক্ষেপ করতে না পারে।

পাবলিক কোর্ট ও মামলা মোকদ্দমা এড়ানোর জন্যও ভারতের মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: ডেইলি বাসিরাত অনলাইন 

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ