আওয়ার ইসলাম: অনলাইনে খাবার অর্ডার দেওয়ার পর মুসলিম ব্যক্তি সেই খাবার পৌঁছে দেবেন জানতে পেরে অর্ডার বাতিল করলেন অমিত শুক্লা নামের এক হিন্দু ব্যক্তি।
মঙ্গলবার রাতে ভারতের মধ্যপ্রদেশে এ ঘটনা ঘটে বলে ভারতীয় গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়।
জানা যায়, মঙ্গলবার রাতে অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোমাটোতে খাবার অর্ডার করেন অমিত শুক্লা নামের এক ব্যক্তি।কিন্তু খাবারের অর্ডার দিয়ে তিনি যখন জানতে পারলেন একজন মুসলিম লোক আসছেন তাকে খাবার পৌঁছে দিতে। এতে তিনি ক্ষুদ্ধ হয়ে খাবারের অর্ডার বাতিল করে দেন।
জানা গেছে, খাবারের অর্ডার বাতিল করে দিতে চেয়ে জোমাটোর গ্রাহক পরিসেবায় বার্তাও পাঠান অমিত। বার্তায় তিনি জানান, ওই মুসলিম ব্যক্তির পৌঁছে দেওয়া খাবার মুখে তুলবেন না তারা। বদলে দিতে হবে ডেলিভারি পার্সনকে।
তবে এমন সাম্প্রদায়িকতার জবাব দিয়েছে খাবারের ওই কোম্পানি জোমাটো। তারা জানিয়েছে, খাবারের কোনও ধর্ম নেই, খাবার নিজেই একটা ধর্ম।
এদিকে, ওই বাদানুবাদের পর এ নিয়ে কোম্পানির অভিমত জানিয়েছেন জোমাটোর প্রধান দিপিন্দার গোয়েল। টুইটারে তিনি লেখেন, ভারতের গ্রাহকদের বৈচিত্র নিয়ে আমরা গর্বিত। আমাদের মূল্যবোধে আঘাত করে এমন ব্যবসা হারাতে হলেও আমাদের কোনও দুঃখ নেই।
আরএম/