বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

ডেঙ্গু মোকাবেলায় ঢাকাবাসীর পাশে আলেমসমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু জ্বর মহামারী আকার ধারণ করার মুহূর্তে ঢাকার মানুষের পাশে দাঁড়িয়েছে আলেম সমাজ।

আজ বুধবার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় পঞ্চাশটিরও বেশি ডেঙ্গু মশা নিধন মেশিন বিতরণ করেছে তারা।

এ কর্মসূচীর আহ্বায়ক বিশিষ্ট আলেমে দীন, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে বলেন, দেশের এ করুণ অবস্থায় আলেমগণ এগিয়ে আসছে। সবসময়েই বিভিন্ন সহযোগিতার মাধ্যমে আমরা সঙ্গে আছি। থাকবো।

Image may contain: 1 person, outdoor

তিনি আরো বলেন, আমরা আলেমদের বড় একটি প্রতিনিধি দল নিয়ে মানব সেবামূলক সংগঠন বাসমাহ ফাউন্ডেশনের ব্যানারে মাওলানা মীর সাখাওয়াত হোসাইনের নেতৃত্বে রোহিঙ্গা সংকটে এগিয়ে গিয়েছি।  সেই আত্মমানবতার সেবায় আজ আমরা ঢাকায় ডেঙ্গু নিধনে কার্যকর ব্যবস্থা নিতে মাঠে নেমেছি।

Image may contain: 4 people, outdoor

তিনি বলেন, আমরা আজ মিরপুর থানা, আহমদ নগর, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিধন ওষুধ ছিটিয়ে এ কাজের সূচনা করি। প্রতিদিন আমাদের এ কার্যক্রম চলতে থাকবে। আমরা ঢাকার অন্যান্য এলাকাগুলোতেও ডেঙ্গু নিধন মেশিন বিতরণ করবো।

উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ও মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিবের স্ত্রীসহ অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এর আগে ডেঙ্গুতে দুজন চিকিৎসক ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়।

সরকারি তথ্যমতে, মঙ্গলবার সারাদেশে এক হাজার ৩০০ জনের বেশি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে এবং সোমবার ও মঙ্গলবার ঢাকা ও বরিশালে এ জ্বরে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সরকার বলছে, গত জানুয়ারি থেকে সারাদেশে ১৫ হাজার ৩৬৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৩ জন সুস্থ হয়েছেন এবং ৪ হাজার ৪০৮ জন চিকিৎসাধীন রয়েছেন। সারাদেশে এ জ্বরে আক্রান্ত হয়ে সরকার আটজনের মৃত্যুর তথ্য জানালেও বেসরকারি হিসেব মতে এ সংখ্যা আরও অনেক বেশি হওয়ার কথা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ