আওয়ার ইসলাম: গুজবের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এবং ডেঙ্গু আক্রান্ত ও বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে ওলামায়ে কেরামসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।
আজ বুধবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
‘পদ্মা সেতুর জন্য মাথা লাগবে’ এমন একটি গুজব কিছুদিন আগে ছড়িয়ে পড়ে। এরপর সন্দেহের বশে গণপিটুনির শিকার হয়ে সারাদেশে প্রাণ হারান ১০ জনের মতো নিরীহ মানুষ। আহত হন বেশ কয়েকজন।
গুজবের এ ভয়াবহতায় প্রাণ যাওয়া বাড্ডার রেনুর ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন। সতর্কতা আসে পুলিশের পক্ষ থেকে। আর তথ্য বিবরণী দিয়ে মানুষকে সতর্ক করার পাশাপাশি কাউকে সন্দেহ হলে পুলিশকে জানাতে বলেছে সরকার। এছাড়া যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।
এমন গুজবের মধ্যে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা দেয়। ইতোমধ্যে এ রোগে ৩০ জনের বেশি মানুষ মারা গেছেন। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজারেও বেশি মানুষ। এ নিয়ে আতঙ্কে দিন কাটছে রাজধানীবাসীর।
এমন পরিস্থিতিতে শুক্রবার জুমার নামাজে গুজবের বিষয় দেশবাসীকে সচেতন করতে দেশের সকল মসজিদের ইমামদের প্রতিও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী। পাশাপাশি বন্যা কবলিত ও ডেঙ্গু আক্রান্ত মানুষের সেবা করার অনুরোধ জানান তিনি।
-এএ