আওয়ার ইসলাম: ভারতীয় ধর্মীয় বক্তা জাকির নায়েককে নিজেদের দেশে রাখতে চায় না মালয়েশিয়া। তাকে ‘অনাহূত অতিথি’ এবং ‘কট্টর’ সম্বোধন করে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, অন্য কোনো দেশ তাকে নিতে চায় না বলেই রাখতে হচ্ছে।
তুরস্কের আন্তর্জাতিক নিউজ চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের সঙ্গে আলাপকালে ৯৪ বছর বয়সী মাহাথির বলেন, ‘জাকিরের কট্টর মতবাদ আমার দেশের জন্য হুমকি।’
অথচ গত জুনে তিনি ভিন্ন কথা বলেছিলেন। সেই সময় দ্য স্টার পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে মাহাথির জানান, ভারতে সুবিচার পাবেন বলে মনে করেন না জাকির। তাই তার আশঙ্কাকে সমর্থন জানিয়েছে মালয়েশিয়া।
কিন্তু টিআরটি ওয়ার্ল্ডেকে দেওয়া সাক্ষাতকারে মাহাথির বললেন, ‘আমাদের দেশে ভিন্ন ভিন্ন বর্ণের, ধর্মের মানুষ আছে। আমরা এমন কাউকে চাই না ধর্ম সম্পর্কে যার কট্টর চিন্তাভাবনা রয়েছে। তাকে আবার অন্য কোথাও পাঠানো কঠিন। কারণ অনেক দেশ তাকে চায় না।’
এদিকে, মঙ্গলবার (৩০ জুলাই) ৫৩ বছর বয়সী ধর্মপ্রচারক জাকির নায়েক ভারতের আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন।
আরএম/