আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ফুড ফেস্টিভ্যালে এক বন্দুকধারীর হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
স্থানীয় সময় রোববার বিকেলে তিন দিনব্যাপী চলমান গিলোরি গারলিক ফেস্টিভ্যালের শেষদিনে এ হামলার ঘটনা ঘটে।
লস এঞ্জেল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর ক্যালিফোর্নিয়ার গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে রোববার এক বন্দুকধারী হামলা চালায়।
স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কো জানায়, গুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
প্রতক্ষ্যদর্শী একজন জানান, তিনি কয়েক রাউন্ড গুলি চালানোর শব্দ শুনেছেন। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনাস্থলে ৫টি এ্যাম্বুলেন্স পৌঁছেছে।
সান জোসে একটি মেডিকেল সেন্টার জানিয়েছে, তারা পাঁচ জন রোগী পেয়েছে।
উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ খাদ্য উৎসব গিলোরি গারলিক ফেস্টিভ্যাল।
-এএ