বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটে বিজিবি সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাবিলদার মো. আকমল হোসেন মারা গেছেন। যশোরের পাঁচভূলোট সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মুহসীন রেজা এই খবর নিশ্চিত করেছেন।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুহাম্মদ মুহসীন রেজা জানান, আকমল হোসেনের মৃতদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তার স্বজনদের নিকট প্রেরণ করা হবে। বিজিবির ব্যবস্থাপনায় এ সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে যশোরের পাঁচভূলোট সীমান্তে মাদকবিরোধী একটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলে হাবিলদার আকমল গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছিলো।

ওইদিনের ওই অভিযানে এক মাদক চোরাকারবারি নিহত হওয়া ছাড়াও চার চোরাকারবারি আটক, তিনটি ককটেল ও ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ