আওয়ার ইসলাম: ভারতের ব্যারাকপুর মঙ্গলপান্ডে পার্কে সত্য সাঁই অডিটোরিয়ামে অল ইন্ডিয়া শ্রী সত্য সাঁই সেবা সংগঠন ও অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের উদ্যোগে সর্বধর্ম সমন্নয় সম্প্রীতি সভায় রাজারহাট নিউ টাউন ইমাম-উলামা পরিষদ ও সারা বাংলা সমাজ কল্যাণ সমিতি অংশগ্রহণ করেন।
গতকাল রোববার দশটায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, অল ইন্ডিয়া শ্রী সত্য সাঁই সেবা সংগঠনের সর্ব ভারতীয় সভাপতি নিমিষ পান্ডিয়া , ট্রাস্টি রাজ্য সভাপতি কল্যাণ রায়, জেলা সভাপতি অরুন কুমার, অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের রাজ্য সভাপতি মাওলানা শফিক কাসেমী, রাজ্য সম্পাদক, মাওলানা আব্দুর রহমান, উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম কো অর্ডিনেটর পীরজাদা মাওলানা হাসানুজ্জামান, রাজারহাট নিউ টাউন ইমাম উলামা পরিষদের সম্পাদক মাওলানা জাবিদ আলি।
আরো উপস্থিত ছিলেন, কার্যকারী সভাপতি হাজী শাহ জাহান, কোষাধ্যক্ষ, হাফেজ হোসেন মল্লিক, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা কুতুবুদ্দিন সহ প্রমুখ। রাজারহাট নিউ টাউন ইমাম-উলামা পরিষদ ও সারা বাংলা সমাজ কল্যাণ সমিতির সম্পাদক মাওলানা জাবিদ আলি বলেন যে, সৃষ্টির সেরা হল মানব জাতি, সে জন্য মানুষের সেবাই হল শ্রেষ্ঠ সেবা এবং শুধুমাত্র মানুষ নয় সাথে সৃষ্টির সেবা ও করতে হবে।
মাওলানা হাসানুজ্জামান সাহেব বলেন যে, মানুষ যদি সেবা করতে চাই তাহলে নিজ নিজ ধর্ম নিয়ে ভালো ভাবে ধর্মীয় বই পড়ে একজন ধার্মিক হতে হবে । যেটি বইয়ের পাতায় লেখা আছে সেটা বাস্তবায়ন করতে হবে ।
সেবা করার মানসিকতা তৈরি করতে হবে তাহলেই আমরা সৃষ্টির সেবা করতে পারবো। কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী সাহেব, বলেন, মানুষের পাশে দাঁড়ানো ও সেবার জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন কাজ করবে।
-এটি