বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতে মসজিদে বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের একটি মসজিদে বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার তেঘরিয়ায়। এরপরেই শুরু হয় অবরোধ৷

জানা যায়, নিমতা থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ গতকাল রোববার বিকেলে তেঘরিয়া এলাকায় বিজেপি একটি সভার আয়োজন করে। সেজন্যই দুপুর থেকে পতাকা বাঁধার কাজ চলছিল৷ বিজেপি কর্মীরা এলাকায় দলীয় পতাকা বাঁধার সময় স্থানীয় তেঘরিয়া জামে মসজিদে পতাকা বাঁধতে গেলে আপত্তি জানায় মসজিদের ইমাম।

বিজেপি কর্মীরা ইমামের কথার অবমাননা করে স্থানীয়দের সঙ্গে ঝগড়া বাধায়৷ তারপর ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। মসজিদের ইমাম মুহম্মদ জাহাঙ্গির আলম বলেন, ‘৩৪ বছর সিপিএমের জমানায় কেউ মসজিদে দলীয় পতাকা বাঁধল না। তৃণমূল জমানাতেও এমন ঘটনা ঘটেনি। বিজেপি মসজিদে পতাকা বাঁধতে চেয়েছিল।’ধর্মস্থলে রাজনীতির কোনও জায়গা নেই৷ তাই বাঁধা দিয়েছি৷

স্থানীয়দের অভিযোগ মসজিদে পতাকা বেঁধে ইচ্ছা করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে দাংগা বাঁধানোই বিজেপির উদ্দেশ্য ছিল। এলাকার শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু-মুসলিমের তৎপরতায় এযাত্রায় রক্তপাতের ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ