বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


পদত্যাগ করুন বা মুখোমুখি হন, ইমরান খানকে ফজলুর রহমানের হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খান ও তার মন্ত্রিসভাকে হুশিয়ারি দিয়ে বলেছেন, তারা যদি পদত্যাগ না করেন তাহলে বিপুল সংখ্যক জনতা নিয়ে রাজধানীতে বিক্ষোভ ও পদযাত্রা করবেন।

গতকাল রোববার কোয়েটায় একটি বিশাল সমাবেশে ভাষণকালে তিনি আরো বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করলে ভাল হবে। তারা যদি তা না করে তবে আমরা ইসলামাবাদে পদযাত্রা করব। পদত্যাগ না করা পর্যন্ত আমাদের আন্দোলন বন্ধ হবে না।

বক্তব্যে আরো বলেন, আমরা গত বছরের সাধারণ নির্বাচনের ফলাফল কারচুপির কারণে গ্রহণ করিনি। আমরা দেশে পুনরায় নির্বাচন চাই। দেশের রাজনৈতিক ও ধর্মীয় দলগুলীই সিদ্ধান্ত নিবে আবার কবে অনুষ্ঠিত হবে নির্বাচন।

জেলা প্রশাসন কর্তৃক কঠোর নিরাপত্তাসহ কোয়েটায় হাজার হাজার পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সমাবেশে অংশ নেন।

সমাবেশে পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম বেলুচিস্তানের প্রধান মাওলানা আবদুল ওয়াসায়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবদুল গাফুর হায়দারী, অ্যাডভোকেট মালিক সিকান্দার ও মাওলানা হাফিজ হুসেন আহমদ আহমেদসহ প্রবীণ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ