আবদুল্লাহ তামিম ♦
গত বারো মাসে ড. জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দিতে অস্বীকৃতি জানিয়েছে নয়াদিল্লির ইন্টারপোল।
জানা যায়, ইন্টারপোল আবারও জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দিতে অস্বীকৃতি জানিয়েছে। শুধু প্রমাণের অভাব ও অন্যায়ের কোনও নথী না পাওয়ায় তারা অস্বীকার করেছে।
নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল তার অফিসকে সব তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছে।
ইন্টারপোলের এ সিদ্ধান্ত ভারত সরকারকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। ভারতীয় পুলিশ জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দেওয়ার জন্য অবিরাম চেষ্টা করে চলেছে। নায়েকের বিরুদ্ধে ফৌজদারী অভিযোগে ইন্টারপোলকে বিশ্বাসী করার ক্ষেত্রে ভারত সরকারের এটি তৃতীয় ব্যর্থ চেষ্টা বলে জানা যায়।
গত বারো মাসের মধ্যে ভারত এ বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে ইন্টারপোল দলের সাথে একাধিক বৈঠক করেছে বলে ধারণা করা হচ্ছে।
জাকির নায়েককে সম্বোধন করা একটি চিঠিতে, ইন্টারপোলের কমিশন সচিবালয় জানিয়েছে এর আগে জাকির নায়েকের বিরুদ্ধে করা অভিযোগগুলো অযৌক্তিক ও অস্পষ্ট। ভারতীয় কর্তৃপক্ষ ইন্টারপোলের চাওয়া তথ্য-প্রমাণ দাখিলের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে ব্যর্থ হয়েছিল বলেও জানা যায়।
-এটি