আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আমরুল্লাহ সালেহের কার্যালয় লক্ষ্য করে হামলার ঘটনায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে।
রোববার কাবুলের গ্রিন ট্রেন্ড কার্যালয়ে ওই হামলার ঘটনায় আরও ৫০ জন আহত হয়েছে। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এই সহিংসতার ঘটনা ঘটল।
প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ঠ সহযোগী আমরুল্লাহ সালেহ। তিনি এ বছরের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। কার্যালয়ে হামলার ঘটনায় তিনিও আহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী অফিস ভবনটির সামনে পার্ক করা বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়।
এর পরপরই বেশ কয়েকজন সশস্ত্র হামলাকারী গ্রিন ট্রেন্ড ভবনের ভেতর ঢুকে যায়। প্রায় ৬ ঘণ্টার মতো ভবনের ভেতর অবস্থানের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করতে সফল হয়।
অভিযান শেষে ভবনটি থেকে প্রায় দেড়শ’ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।
আগামী সেপ্টেম্বরে দেশটির পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও এর মধ্যেই দু'বার নির্বাচন স্থগিত হয়েছে।
আরএম/