বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


মশা তাড়াতে দুই মেয়রকে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এডিস মশা প্রতিরোধে কার্যকর ওষুধ ছিটাতে ঢাকার দুই মেয়রকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই নেতা এসব কথা বলেন। অযথা কথা না বলে ডেঙ্গু পরিস্থিতিকে যুদ্ধকালীন অবস্থা বিবেচনা করে এডিস মশা নিধনে ব্যবস্থা নিতে ঢাকার দুই মেয়রকে পরামর্শ দিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

রাজধানীর রাসেল স্কয়ারে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বন্যা দুর্গতদের সহায়তার পাশাপাশি ডেঙ্গুর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামাজিক অবক্ষয়, ডেঙ্গু প্রতিরোধ এবং দেশব্যাপী গুজবের বিরুদ্ধে মতবিনিময় সভা করে কেন্দ্রীয় ১৪ দল। এতে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, শুধু সেমিনার আর র‍্যালির মতো লোক দেখানো কর্মসূচি দিয়ে মশা নিধন করা যাবে না।

মশা নিধনে সমন্বিত অভিযান চালাতে সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে কমিটি করারও দাবি জানানো হয় ১৪ দলের পক্ষ থেকে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ