বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


বন্যায় দেশের ১৪ জেলায় ৭৫ জনের প্রাণহানি: ত্রাণ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যাজনিত কারণে দেশের ১৪ জেলায় ৭৫ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

আজ রোববার (২৮ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে শনিবার পর্যন্ত সারাদেশে বন্যাজনিত মৃত্যুর সংখ্যা ১১৪ জন। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলছে মৃতের সংখ্যা ৭৫। এটা কী সমন্বয়হীনতা?

দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ্ কামাল বলেন, এটা সমন্বয়হীনতা নয়। অনেক সময় ভিন্ন কোন রোগে হাসপাতালে ভর্তি হয়ে কেউ মারা গেলেও স্বাস্থ্য অধিদফতর বন্যায় মৃত্যের সংখ্যায় যোগ করে। এ কারণে হয়তো এমন হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বন্যার পূর্বাভাসের পর আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। এর মধ্যে জেলা প্রশাসকদের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বন্যা মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, গত ১ জুলাই স্বাভাবিক মজুদের অতিরিক্ত হিসেবে দেশের ২৮ জেলায় ৫৯ হাজার কার্টন শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়। গত ৭ জুলাই দুর্যোগ মোকাবেলায় আপদকালীন মজুদ হিসেবে বরাদ্দের অতিরিক্ত আরও ১০ হাজার ৯০০ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বন্যাকবলিত জেলাগুলোতে ত্রাণ বরাদ্দের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রথম পর্যায়ে বন্যা দেখা দিলে সরকারিভাবে আমরা ১১ তারিখে বিশেষ বরাদ্দ হিসেবে ২২টি জেলায় ৬ হাজার ৬০০ মেট্রিকটন চাল বরাদ্দ এবং ১ কোটি ২০ লাখ টাকা নগদ বরাদ্দ দিয়েছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষজনের যেন কোন সমস্যা না হয় সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও পানিবাহিত রোগ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর