বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ফেনীতে এক যুবককে আটকের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গতকাল শনিবার ফেনী পৌরসভার গোপাল পট্টির হাবিব চক থেকে তাকে আটক করা হয়। আটক জাহেদ হাসান রনি (২১) সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের ফয়েজ আহাম্মেদের ছেলে।

ফেনীর র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব জানতে পারে এক যুবক ‘জাহেদ হাসান রনি’ নামক ফেসবুক আইডি থেকে নানা রকম গুজব ছড়িয়ে আসছিল।

গোয়েন্দা সূত্রে ফেনীর গোপাল পট্টি এলাকায় তার অবস্থানের খবর জানতে পেয়ে র‌্যাব ওই এলাকার একটি স্বর্ণের দোকান থেকে জাহেদ হাসান রনিকে আটক করে।

র‌্যাব কর্মকর্তা বলেন, আটক জাহিদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানোর কথা স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে এ চক্রের অন্যান্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আটক জাহেদকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর