বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রিয়া সাহাকে দেশে এনে দ্রুত তদন্ত ও শাস্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রিয়া সাহাকে দেশে এনে দ্রুত তদন্ত এবং শস্তির দাবি জানিয়েছেন আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান।

শনিবার (২৭ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলনের উদ্যোগে দেশে অব্যাহত ধর্ষণ-হত্যা-গুম-গণপিটুনি ও অপহরণের প্রতিবাদ এবং প্রিয়া সাহাকে রাষ্ট্রদ্রোহীতার অপরাধে দেশে ফিরিয়ে এনে দ্রুত তদন্ত ও শাস্তির দাবিতে আয়োজিত নাগরিক মানববন্ধনে তিনি এ দাবি জানান।

মুহাম্মদ মাহমুদুল বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ সোনার বাংলা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের কাছে প্রিয়া সাহা যে বক্তব্য দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি আমাদের সম্প্রীতির বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন, যা রাষ্ট্রদ্রোহীতার শামিল।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ। প্রিয়া সাহা এ দেশের একজন নাগরিক হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়ে যে বক্তব্য দিয়েছেন এটি রাষ্ট্রদ্রোহীতামূলক অপরাধ এবং দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। তার এ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের মাধ্যমে তিনি ১৭ কোটি বাংলাদেশী মানুষের অন্তরে আঘাত করেছেন।

তিনি বলেন, দেশে বর্তমানে দুই বছরের শিশু থেকে শুরু করে একশত বছরের বৃদ্ধাও ধর্ষণের কবল থেকে রেহাই পাচ্ছে না। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটলেও আদালতে কঠিন শাস্তি না হওয়ায় ধর্ষণের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ জনগণের জীবনের নিরাপত্তার জন্য ডেঙ্গু প্রতিরোধে সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মুহা. আল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড.কাজী মনিরুজ্জামান মনির, আদর্শ নাগরিক আন্দোলনের সাবেক সহ-সভাপতি বাহারুল ইসলাম ইউনুস।

মানববন্ধনে সহ-সভাপতি এস.এম আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এস.এম কামালউদ্দিন ইসমাইল, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.সাইফুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) হুমায়ূন কবীর, সহ-প্রচার সম্পাদক ফারুক আহমেদ রাজ প্রমূখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ