আওয়ার ইসলাম: বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ১০ দিন বন্ধ থাকার পর ঢাকা-দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল শনিবার শুরু হয়েছে। আন্তঃনগর তিস্তাসহ সব ট্রেন চলাচল শুরু হয়েছে।
বন্যার পানির তীব্র চাপে গত ১৬ জুলাই থেকে দেওয়ানগঞ্জ রেলাইনের দিঘলকান্দি রেলওয়ে ৩১নং ব্রিজের পাশ থেকে প্রায় ৫০ ফুট মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। এতে রেললাইন ঝুলে যায়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইনের নিচে বালুর বস্তা ফেলে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ রেলস্টেশনের টিসি সাজ্জাত হোসেন।
স্থানীয় লোকজন জানান,রেলের ছোট ব্রিজ না করে একটি বড় ব্রিজের প্রয়োজন। গত বছর একই স্থান থেকে মাটি সরে যাওয়ায় রেল চলাচল বিঘ্নিত হয়েছিল।
-এএ