বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


গুজবের আড়ালে 'গলা কাটতে' বাগেরহাট থেকে রাজশাহীতে আসে ওরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরকীয়ায় সহযোগিতা করে সৌদি প্রবাসী বান্ধবীর স্বামীকে হত্যা করে তা দেশে বিদ্যমান গুজব ‘গলাকাটা’ ঘটনা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে বাগরেহাট জেলা থেকে রাজশাহীতে এসেছিলেন চারজন যুবক। তবে স্থানীয়দের সচেতনতায় মূল পরিকল্পনাকারী ও পরকীয়ায় জড়িতসহ চারজনকেই আটক করেছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার (২৭ জুলাই) রাতে রাজশাহীর চারঘাট উপজেলার বাসুদেবপুর ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিকল্পিত হত্যা চেষ্টার সঙ্গে জড়িতরা হলেন- মূল পরিকল্পনাকারী বাগেরহাট জেলার মোলাহাট থানার গোফড়া গ্রামের রাবিউল শেখের ছেলে রাসেল শেখ (২৪), নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ গ্রামের মোশারফ হোসেনের ছেলে মিরাজ হোসেন (১৯), পটুয়াখালি জেলার গলাচিপা থানার নলুয়াবাগি গ্রামের মজিব মৃধার ছেলে কাউসার (২০) ও তাদের সহযোগী নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন গ্রামের হোসেন আলীর ছেলে সজীব (১৯)। এদের সকলেই এখন রাজশাহী জেলা পুলিশের হেফাজতে আছে।

জানা যায়, প্রবাসী বান্ধবীর স্বামী কাঞ্চনকে গলা কেটে হত্যা করতে গিয়ে এলাকাবিাসীর হাতে দুইজন যুবক প্রথমে ধরা পড়ে। এ সময় উত্তেজিত জনতার কাছে তারা দায় স্বীকার করে। তারা জানায়, তাদের বন্ধু রাসেলের শেখের সঙ্গে কাঞ্চনের সৌদি প্রবাসী স্ত্রী তানিয়ার পরকীয়া সম্পর্ক আছে। আর এই সম্পর্কের মাঝে বাঁধা  হয়ে দাঁড়িয়েছিল প্রবাসীর স্বামী কাঞ্চন। আর পূর্ব পরিকল্পিত এ ঘটনার সঙ্গে জড়িত আছে প্রবাসী তানিয়াও। সেই কাঞ্চনকে রাজশাহী পর্যন্ত আসতে প্ররোচিত করে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে রাজশাহী স্টেশন থেকে আটক করে।

হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া ভুক্তভোগী কাঞ্চন সিকদার বাগেরহাট জেলার মোল্লারহাট থানার গোফরা গ্রামের জালাল শিকদারের ছেলে ও সৌদি প্রবাসী তানিয়ার স্বামী।

চারঘাট থানার ওসি নজরুল ইসলাম জানান, ভুক্তভোগী কাঞ্চনের সৌদি প্রবাসী স্ত্রী তানিয়ার সঙ্গে রাসেলের পরকীয়ার সম্পর্ক আছে। তাদের সম্পর্কে বাধা ছিল তানিয়ার স্বামী কাঞ্চন। তানিয়ার পরিকল্পনা মতে শনিবার পাসপোর্ট নিতে রাজশাহীতে এসে মিরাজ ও কাওসারের সঙ্গে দেখা করে কাঞ্চন। তারা কাঞ্চনকে হত্যার উদ্দেশে চারঘানে নিয়ে আসে। তবে কাঞ্চন বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এই দুইজনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে খবর দেয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়- এ ঘটনার মূল পরিকল্পনাকারী প্রবাসী তানিয়া ও রাসেল। পরে মেরাজ ও কাওসারের দেওয়া তথ্য মতে রাসেল ও সজীবকে রাজশাহী স্টেশন থেকে আটক করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ