বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইমরানের সঙ্গে সাক্ষাতের পর থেকে মোদিকে পাত্তাই দিচ্ছেন না ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ বছরের আগস্টে জি-৭ রাষ্ট্রগুলির ‘আউটরিচ সেশন’- সম্মেলনের আয়োজন করছে ফ্রান্স। সেখানে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরের মাসে নিউ ইয়র্কে যাচ্ছেন জাতিসংঘরের সাধারণ সম্মেলনে যোগ দিতে। দু’টি মঞ্চেই উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জানা যায়, দু’টি সম্মেলনেই ট্রাম্পের সঙ্গে মোদির পার্শ্ববৈঠক করানোর চেষ্টা করা হয়। কিন্তু জি-৭-এর পার্শ্ববৈঠকের জন্য সময় চেয়েও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে এখনও পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকেও মোদি-ট্রাম্প বৈঠক হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত খুবই ক্ষীণ বলে মনে করা হচ্ছে।

দেশটির কূটনীতি বিশেষজ্ঞদের ধারণা, অদূর ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্কে যেটুকু অগ্রগতি হলেও হতে পারে, সেটা বাণিজ্য ক্ষেত্রে। কিন্তু কৌশলগত বিষয়ে আমেরিকাকে কতটা পাশে পাওয়া যাবে, তা নিয়ে সংশয় থাকছে।

গত সপ্তাহে ওভাল অফিসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকের পরে নতুন এই আন্তর্জাতিক সমীকরণের আঁচ মিলছে বলে মনে করছেন ভারতের কূটনীতি বিশেষজ্ঞরা।

আরএম/


সম্পর্কিত খবর