আওয়ার ইসলাম: সিরিয়ায় গত দশ দিনে সরকার ও তাদের জোটের বিমান হামলায় ২৬ শিশুসহ অন্তত ১০৩ বেসামরিক লোকের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২৬ শিশুও রয়েছে। দেশটির বিভিন্ন বিদ্যালয়, হাসপাতাল, বাজার এবং বেকারিতে বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মাইকেল বেচলেট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
বেচলেট বলেন, হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। দুর্ঘটনাবশত এসব ঘটেছে, এমনটা মনে করা অসম্ভব। দেশটিতে এমন হামলা বেসামরিকদের মৃত্যুর হার যেভাবে বাড়ছে তাতে 'স্পষ্টত আন্তর্জাতিক উদাসীনতা' প্রকাশ করছে।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, গত ৩ মাসে সিরিয়ার সহিংসতা বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার বেসামরিক মানুষ গৃহহীন হয় এবং সীমান্ত পার হয়ে তুরস্কে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। এ সহিংসতায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়।
এদিকে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনায় সম্প্রতি তুরস্ক সফর করেছেন যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জেমস জেফ্রে। সফরে সিরিয়া ইস্যুতে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মার্কিন দূত। সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত জেমস জেফ্রে যুক্তরাষ্ট্রের আইএসবিরোধী আন্তর্জাতিক জোটেরও বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, তুরস্কের আমন্ত্রণেই এ সফরে গেছেন জেমস জেফ্রে।
-এএ