বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


সাভারে নদীতে গোসল করতে নেমে ৩ কলেজছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারে বন্ধুর বাড়ি বেড়াতে এসে পার্শ্ববর্তী নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।

শনিবার দুপুরে ধলেশ্বরী শাখা নদীর তীরে পশ্চিম ব্যাংকটাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ তিন কলেজছাত্র হলেন- রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেহেদী (১৭), রাজন (১৭) ও কমার্স বিভাগের ছাত্র আকাশ (১৮)।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিখোঁজদের সহপাঠী মোকাদ্দিম হোসেন জানান, আমরা সকালে ধানমন্ডির আইডিয়াল কলেজে ক্লাস করতে যাই। কিন্তু কলেজে পৌঁছাতে দেরি হওয়ায় আমরা ১২ জন বন্ধু সাভারে সহপাঠী আকাশের এলাকায় বেড়াতে যাই।

সাভারে এসে সব বন্ধুরা মিলে নদীতে গোসল করার সিদ্ধান্ত নিয়ে ব্যাংটাউন ব্রিজের কাছে নদীর তীরে যাই। আমি সাতার না জানায় আমার কাছে সকলের স্কুলের ব্যাগ ও জিনিসপত্র দিয়ে বাকী সবাই নদীতে গোসল করতে নামে।

একপর্যায়ে তীব্র স্রোতের টানে মেহেদী, রাজন, আকাশ, জিহাদুল ও মানিক হঠাৎ তলিয়ে যেতে থাকে। এসময় স্থানীয়রা জিহাদুল ও মানিক উদ্ধার করতে পারলেও মেহেদী, রাজন, ও আকাশ নদীতে তলিয়ে যান।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্য লিটন আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের ডুবরিরা নদীতে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের এখনো সন্ধান পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর