আওয়ার ইসলাম: রাজধানীর ঢাকা নগরীতে মশা নিধন শুরু করেছে দুই সিটি করপোরেশন। সব এলাকায় চালানো হবে এ অভিযান।
গতকাল শুক্রবার বিকেলে দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ধানমণ্ডিতে মশা নিধন অভিযান শুরু হয়।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ জানান, এডিস মশার বংশ বৃদ্ধি রোধে সব ওয়ার্ডে আলাদা দল গঠন করে মশা নিধনের পরিকল্পনা নেয়া হয়েছে। তবে ডেঙ্গুর বিস্তার রোধে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে মিরপুর, কলেজ গেটসহ বিভিন্ন এলাকায় মশা নিধন অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এর আগে বৃহস্পতিবার রাজধানীতে মশা নিধনে তিন দিন ক্রাশ প্রোগ্রাম চালানো হবে বলে হাইকোর্টকে জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
-এএ