বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুর্নীতি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: শিল্পমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, রাষ্ট্রায়ত্ত কলকারখানায় দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন সব শিল্প প্রতিষ্ঠানকে লাভজনক করতে হবে।

শনিবার (২৭ জুলাই) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদানের চেক প্রদানকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির সার কারখানাগুলোর পারফরমেন্সের ফলে বাংলাদেশ ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সার আমদানির পরিবর্তে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে সার রফতানির যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, নরসিংদী এলজিআরডি নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিক, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর