আওয়ার ইসলাম: দক্ষিণ কোরিয়ার একটি নাইট ক্লাবে ব্যালকনির ছাদ ধ্বসে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৭ জন।
শনিবার দেশটির গুয়াংজু শহরে কয়োটে আগলি নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ওয়ার্ল্ড সাঁতার চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকজন রয়েছেন। তাদের মধ্যে নিউজিল্যান্ডের ২ ওয়াটার পোলো খেলোয়াড় রয়েছেন।
এছাড়াও মার্কিন দলের একজন পুরুষ ডুবুরি এবং মহিলা ওয়াটার পোলো খেলোয়াড় আঘাত পেয়েছেন। কোয়াটে উগলি নাইটক্লাবের ভিতরে ওই সময়ে ৩৭০ জন ছিলেন।
যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, ইতালি ও ব্রাজিল থেকে এস সাঁতারু ওই প্রতিযোগিতায় অংশ নিতে যান। স্থানীয় দুজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় নিহত দুজনের বয়স ৩৮ ও ২৭ বছর। তবে তারা সাঁতার সাঁতারু নন।
যুক্তরাষ্ট্রের ওয়াটার পোলো টিমের প্রধান ক্রিস্টোফার রামসি এ ঘটনাকে একটি ভয়াবহ ট্রাজেডি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, উইমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জয়ের পর আমাদের নারী ও পুরুষ দল ক্লাবে উদযাপন করছিল। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
সাঁতারের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিনার আয়োজনে চলমান এই চ্যাম্পিয়নশিপ শেষ হবে রোববার। এ অবস্থায় মর্মান্তিক দুর্ঘটনায় সংস্থাটি গভীর শোক প্রকাশ করেছে।
-এএ