আওয়ার ইসলাম: সারাদেশের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়ে চলেছে। গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এছাড়াও শেখ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রায় শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। প্রশাসন বিষয়টি নিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করার কথা বললেও শিক্ষার্থীরা অভিযোগ করছেন, হল প্রশাসনের পক্ষ থেকে কার্যত বিশেষ কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
বিশ্ববিদ্যালয়ে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগ প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যাদের বেশিরভাগই গণরুমে থাকেন। সব হলের প্রাপ্ত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ছেলেদের ১২টি হলে ৯০ এর অধিক শিক্ষার্থী এবং মেয়েদের হলে দশের অধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
অন্য একটি সুত্র থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রন্ত হয়েছেন। সেখান থেকে পাওয়া তথ্যানুযায়ী, বিজয় একাত্তর হলে ৩৭, এফ এইচ হলে ১৬, এসএম হলে ৮, সূর্যসেন হলে ১৪, বঙ্গবন্ধু হলে ১১, জিয়া হলে ৯, শহীদুল্লাহ হলে ১০, অমর একুশে হলে ৩।
জগন্নাথ হলে ৪, জহুরুল হক হলে ৬, জসীমউদদীন হলে ৪, মুহসীন হলে ৩, এফআর হলে ৩, ফজলুল হক মুসলিম হলে ২, শামসুন্নাহার হলে ২, সুফিয়া কামাল হলে ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে ক্যাম্পাসভিত্তিক একটি সংবাদমাধ্যম তাদের এক প্রতিবেদনে ৭৩ জন ছাত্র-ছাত্রী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেছে।
ডেঙ্গু আতঙ্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা গেছে, হলগুলোর আশপাশ এবং ভেতরাকার যে সমস্ত জায়গা পরিস্কার করার কথা সেগুলো নিয়মিতভাবে পরিষ্কার করছেন না কর্মচারীরা।
এছাড়া যে সমস্ত জায়গাতে মশা জন্ম নিতে পারে সেসব জায়গা নিয়মিত পরিস্কার করা হচ্ছেনা বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। তবে গতকাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মশা মারার ওষুধ ছিটাতে দেখা গেছে।
-এটি