ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিন্দা জানিয়েছেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহমদ শফী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে তা কোন মানুষ মেনে নিতে পারে না। প্রার্থনারত অবস্থায় এমন হামলা কাপুরুচিত।
আল্লামা শফী আরও বলেন, ইসলাম ধর্ম ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনাগৃহ হামলা ও আক্রমণ সমর্থন করে না। আমি শ্রীলঙ্কার মুসলিম ভাইদের বলবো, আপনারা হতাহতের পাশে দাঁড়ান। তিনি বোমা হামলায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।
-এএ