আবদুল্লাহ তামিম: সৌদি আরবের মসজিদে হারামের ইমাম শায়খ আবদুল্লাহ আওয়াদ আল জাহনি পাকিস্তানকে মুসলমানদের কেন্দ্রবিন্দু বলে আখ্যায়িত করেছেন।
পকিস্তানের জনপ্রিয় পত্রিকা রোজনামার বরাতে জানা যায়, শায়খ আবদুল্লাহ আল জাহনি গত শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে জুমা পড়ানোর সময় বক্তৃতায় বলেন, পাকিস্তান ও সৌদি আরব তৌহিদ বা একাত্ববাদের উপর প্রতিষ্ঠিত হয়েছিল, সে হিসেবে পাকিস্তানও বিশ্ব মুসলমানের কেন্দ্রবিন্দু।
তিনি জুমার বয়ানে আরো বলেন, বর্তমান বিশ্বে মুসলমানদের ঐক্য দরকার, মুসলমানদের শক্তিশালী করা উচিত। আমাদের মাঝে সবচেয়ে সম্মানিত মাস রমজান চলে আসছে। অমাদের এ মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ মাস মুসলমানদের জন্য উপহার, তার আগমনে আমাদের ইবাদতের জন্য শীঘ্রই প্রস্তুতি নিতে হবে।
কাবার ইমাম পাকিস্তান সরকারকে ইসলাম ও মুসলমানদের পক্ষে কাজ করায় ধন্যবাদ জানান এবং পাকিস্তানের উন্নয়ন, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে দোয়া করেন।
ডেইলি আসাস থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ।
-এএ