ইকরামুল হক : ইমলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘নববী আদর্শ লালন করলে নিজেকে নিজে ছোট মনে করতে হবে’।
তিনি বলেন আমাদের পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে, হিংসা বিদ্বেষের আগুন নেভাতে হবে, নতুবা আমরা যতদিন চেষ্টা করি না কেন, কখনো এদেশে কাঙ্ক্ষিত শান্তি ফিরিয়ে আনতে পারবো না। ইনশা'আল্লাহ বিশ্বব্যাপী সবুজ সংকেত দেখা যাচ্ছে, আগামী ২০৫০ সালের আগে পুরো পৃথিবী শাসন করবে মুসলমানরা।
বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে ঐতিহাসিক পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে চট্টগ্রাম দক্ষিণজেলার ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিল ও হালাকায়ে জিকির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৬ ডিসেম্বর ১৮ বৃহস্পতিবার এ ওয়াজ মাহফিল ও হালাকায়ে জিকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণজেলার ছদর বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা নুরুল আলম তালুকদার।
পীর সাহেব চরমোনাই অত্যন্ত দুঃখ প্রকাশ বলেন, যে দেশে ৭০ হাজার ছোট বড় মাদরাসা, আড়াই লাখ মসজিদ, দেড় হাজারের বেশি খানাকাহর খেদমত চালু আছে, সে দেশে অশান্তির প্রশ্নই উঠে না। সে দেশের মুসলমানের ইজ্জতের ওপর কেন ওরা নজর দেয়ার সাহস পায়।
তিনি আরো বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে ইসলামের জয় নিশ্চিত হওয়ার কথা, অথচ ক্ষমতার লোভে বিভোর হয়ে ইসলাম বিদ্ধেষীদের পদাঙ্ক অনুসরণ করছি। তাতে ইহকাল নষ্ট করার পাশাপাশি পরকালও ধংস করে দিচ্ছি।
ইমলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণজেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা ওলী উল্লাহর সঞ্চালনায় মাহফিলে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস আল্লামা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী রহ. এর খলিফা, কর্ণফুলি শাহমীরপুর তাজবীদুল কোরআন মাদরাসার পরিচালক ফকীহুদ্ধীন বিশিষ্ট হাদিস বিশারদ আল্লামা হাফেজ আহমদ উল্লাহ, ঢাকা মদীনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা সোলাইমান সিদ্দীকি, চট্টগ্রাম জামিয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির সহযোগী অধ্যাপক মাওলানা ড. বেলার নুর আজিজী উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন ঢাকা জামিয়া দারুত ত্বাকওয়ার পরিচালক মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সাকী, ইমলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণজেলার সহ সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, জয়েন্ট সেক্রেটারি হুমায়ুন কবির চৌধুরী, বামুক চট্টগ্রাম দক্ষিণ সাধারণ সম্পাদক হাফেজ জাহেদ হোসাইন, চট্টগ্রাম বকশিবাজার জামে মসজিদের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মসউদ, মাওলানা মাহবুবুর রহমান সহ স্থানীয় ওলামা-মাশায়েখ ও বুজর্গানে দীন।
দেওবন্দের মাওলানা আসরারুল হক কাসেমীর ইন্তেকাল
আরআর