আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধে অন্যতম অবদান রাখা বীর প্রতীক তারামন বিবির লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে তার বাড়ি থেকে লাশ নিয়ে আসা হয় রাজিবপুর উপজেলা পরিষদ মাঠে।
সেখানে বেলা ২টায় তাকে পুলিশ সুপারের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জানাজা শেষে উপজেলার কাচারী পাড়া শংকর মাধবপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে শায়িত করা হয়।
তার প্রতি সম্মান জানাতে জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন মিন, সাবেক এমপি জাকির হোসেন, চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী বীর বিক্রম, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ আত্মীয় স্বজন এবং বিপুল সংখ্যক গুণগ্রাহী ভক্তরা উপস্থিত হন।
বীর প্রতীক তারামন বিবি শুক্রবার রাত দেড়টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন থেকে ফুসফুস ও শ্বাস-প্রশ্বাস সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।