বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল  হুমকির মুখে সাম্প্রদায়িক সম্প্রীতি, ইসলামি দলগুলোর উদ্বেগ আলেম ও মুসলিম নেতৃবৃন্দের বিশেষ ধন্যবাদ জানালেন উপদেষ্টা মাহফুজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া আল্লাহকে রাজি-খুশি করতেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে: চরমোনাই পীর সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল ইসলাম চাটমোহরে বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার চরমোনাইয়ে চলছে আধ্যাত্মিক মিলন মেলা ঢাকায় চুরি হওয়া ১৩ মোবাইল নোয়াখালীতে উদ্ধার, যুবক গ্রেফতার চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা সম্পন্ন

বরিশাল-৪ মিনার প্রতীকে লড়বেন মুফতি সাইফুল্লাহ হাবিবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল-০৪ (হিজলা মেহেন্দীগঞ্জ) আসনে প্রথম বারের মতো জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন মাটি ও মানুষের নেতা মুফতি সাইফুল্লাহ হাবিবী। আসনটি থেকে নির্বাচনের জন্য এরই মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনি।

মুফতি সাইফুল্লাহ হাবিবী একজন খ্যাতিমান আলেম, ওয়ায়েজ ও মুহাদ্দিস। লালবাগ মাদরাসার শিক্ষক ও ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় এ নেতা মুফতি ফজলুল হক আমিনী রহ. এর হাত ধরে রাজনীতির মাঠে এসেছেন। প্রথমবারের মতো নির্বাচন করবেন হিজলা মেহেন্দীগঞ্জে।

মুফতি সাইফুল্লাহ হাবিবী মেহেন্দীগঞ্জের সন্তান। সেখানকার মাটি ও মানুষের সঙ্গেই তার ওঠাবসা। মনে প্রাণে চান এলাকার দরিদ্র ও দু:খীজনসহ সব মানুষের কল্যাণ। আর সেটি যেহেতু নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই সহজ তাই ভোটের মাঠে আসা।

নির্বাচন উপলক্ষ্যে এলাকায় দীর্ঘদিন ধরেই তিনি গণসংযোগ করে আসছেন। তার কর্মীরা মিনার প্রতীক নিয়ে কাজ করছে মাঠে ময়দানে।

মুফতি সাইফুল্লাহ হাবিবী বীর মুক্তিযোদ্ধা ক্বারী হাবিবুল্লাহ বেলালী’র ছেলে। বরিশাল জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতি।

তার নির্বাচনি এলাকার জনগণকে উদ্দেশ্য করে মুফতি সাইফুল্লাহ বলেন, এই মেহেন্দিগঞ্জ আমার জন্মস্থান। এখানে আমার বেড়ে উঠা। এখানকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। সুতরাং আল্লাহপাক যদি আমাকে বরিশাল-৪ আসনের জন্য মনোনীত করেন, তাহলে দুর্নীতি, চাঁদাবাজি এবং মাদকমুক্ত একটি ইসলামবান্ধব নগরী গড়ে তুলতে সচেষ্ট হব।

তিনি বলেন, আমি যে দল থেকে মনোনীত হয়েছি সেটির প্রতিষ্ঠাতা আমার উস্তাদ ইসলামী রাজনীতির প্রবাদতুল্য মনীষী মুফতি ফজলুল হক আমিনী রহ.। সুতরাং আমি তার আদর্শকে স্বরণ করব এবং শরিয়াহভিত্তিক নগড়ি গড়ে তুলতে পারব বলে আমি আশাবাদী।

যেভাবে তিনি মানুষের ধর্মীয় চাহিদা পূরণ করে আসছেন তেমনি এলাকার মানুষের সেবা করার সুযোগ দানে তাকে মিনার প্রতীকে নির্বাচিত করার আহ্বানও জানান হিজলা মেহেন্দীগঞ্জবাসীর প্রতি।

মাশরাফির বিরুদ্ধে লড়বেন মুফতি শহিদুল ইসলাম

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ