ইকরামুল হক
চন্দনাইশ প্রতিনিধি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ নৌকা প্রতীকের প্রার্থীকে ভোটের মাধ্যমে জয়ী করবেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন চৌধূরী।
গতকাল (২৭ শে নভেম্বর) মঙ্গলবার চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
চট্টগ্রামে ১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় দক্ষিণজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন চৌধূরী বলেন, উন্নয়ণের ধারা অব্যাহত রাখতে জনগণ আবার নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করবে। চট্টগ্রাম ১৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী না থাকায় পূর্বে কাঙ্খিত উন্নয়ণ হয়নি। তবে বিগত ৫ বছরে আগের চেয়ে দ্বিগুন উন্নয়ণের কাজ হয়েছে।
তিনি আরো বলেন, স্বাধীনতার ৫ বছর পর ১৯৭৬ সালে প্রশাসনিকভাবে চন্দনাইশ থানা গঠিত হয়। ২ জুলাই ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। তবে সংসদীয় আসন হওয়ার পর থেকে এ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে কোনো সাংসদ নির্বাচিত হয়নি।
তিনি বলেন, সর্বপ্রথম ২০১৪ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে বর্তমান সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী নৌকা প্রতীকে নির্বাচন করবে।
তিনি তার বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামী লীগের ঐক্যবদ্ধ শক্তি ও জনগণ আবারো ভোটে নৌকা প্রতীকের প্রার্থী সাংসদ নির্বাচিত করবে। তিনি জনগণকে নৌকায় ভোট দিয়ে সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার সহযোগিতার জন্য আহবান জানান।
সভায় দক্ষিণজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মফিজুর রহমান, চন্দনাইশ পৌর মেয়র আলহাজ্ব মাহবুবুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ জুনু সহ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এসএস