ইকরামুল হক: চট্টগ্রামস্থ চন্দনাইশের সামাজিক সংগঠন ‘চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা’র উদ্যোগে ৭ম ইসলামি মহা সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনুমোদন না পাওয়ায় স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে দাওয়াতি ও সামাজিক সংগঠন 'চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা'র ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য ৭ম ইসলামী মহা সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন সংস্থাটির সাধারণ সম্পাদক মাওলানা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির চৌধূরী।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে স্থানীয় সরকারি কর্মকর্তাগণ এ মাহফিলটির অনুমতি দেননি।
এদিকে মহা সম্মেলনে আমন্ত্রিত মেহমান চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদিস, আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সিনিয়র সদস্য, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুল হালিম বোখারী ও জামিয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব স্থগিতের বিষয়টি জেনে দুঃখ প্রকাশ করেন।
মাহফিল উপলক্ষে দীর্ঘদিন ধরেই চলছিল প্রস্তুতি। আজ সকালেও আয়োজকরা জানতেন মাহফিল হবে, সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনের বিষয় এনে মাহফিল করার অনুমোদন দেননি কর্মকর্তাগণ।
যদিও এর আগে ইসির মাহফিল বন্ধ করা নিয়ে গণমাধ্যমে তুমুল সমালোচনা হয়। যার প্রেক্ষিতে ইসি প্রজ্ঞাপন দিয়ে আগের নিষেধাজ্ঞা তুলে নেয়।
ওয়াজ মাহফিলে নিষেধাজ্ঞা বিভ্রান্তিমূলক প্রচারণা; দাবি ইসির