আওয়ার ইসলাম: সাভার পৌর এলাকার কাঞ্চনপুর গ্রামে একটি বাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন।
আজ বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ গৃহকর্তা মাজাহারুল ইসলামের ((৩৫)) অভিযোগ, ‘আমার সৎ ভাইয়েরা শত্রুতা করে বাড়ির গ্যাসের সিলিন্ডারে আগুন ধরিয়ে দিলে তা সারা বাড়িময় ছড়িয়ে পড়ে।’
মাজাহারুল ইসলাম ছাড়াও দগ্ধ হয়েছেন তার স্ত্রী সুমি বেগম (৩০), মেয়ে সুমাইয়া খাতুন (১৫) ও সুরাইয়া খাতুন (৮)। বর্তমানে তারা সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাজাহারুল বলেন, ‘দোতলা বাড়িটির নিচতলায় রাতে ঘুমিয়ে ছিলাম। শেষ রাতের দিকে আগুনের তাপে ঘুম ভাঙলে দেখি, সবার গায়ে আগুন জ্বলছে। পরে আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আমাদের উদ্ধার করেন।’
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক নাসিরউদ্দীন বলেন, ‘দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক। তাদের শরীরের ১৫ থেকে ৩৫ শতাংশ পুড়ে গেছে।’
চার জন দগ্ধ হওয়ার তথ্য নিশ্চিত করলেও ঘটনার কারণ জানাতে পারেনি সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল।
তিনি বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে, এখনো বলা যাচ্ছে না।’
ওমরাহ শেষে বিমানেই মারা গেল শিশু ইয়াহইয়া