যাকারিয়া মাসউদ, নাটোর: ‘নাটোর জেলা ঈমান-আক্কিদা সংরক্ষণ পরিষদ’ এর উদ্যোগে ২ দিনব্যাপী একটি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজ মাঠে গত ১১-১২ নভেম্বরে অনুষ্ঠিত এই সম্মেলনের ২য় দিনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. আ ফ ম খালিদ হোসেন।
কওমি মাদরাসা প্রসঙ্গে তিনি বলেন, দেশের সুনাগরিক গড়তে শ্রেষ্ঠ ভূমিকা রখছে কওমি মাদরাসাগুলো। সারা দেশে যখন বিভিন্ন কলেজ ভার্সিটিতে মাদকসহ নানা অপকর্মের সয়লাব, তখন সারা দেশের কোন মাদরাসা ছাত্রকে একটি বিড়ি টানতেও দেখা যায়নি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমান সনদের স্বীকৃতি দিয়েছেন। সেই স্বীকৃতি বিলে সহীহ ঈমান-আক্কিদার কথাও রয়েছে। অতএব, সরকারিভাবে কওমি মাদরাসা স্বীকৃত হওয়ার সাথে সাথে দেশে রাষ্ট্রীয়ভাবে সহীহ ঈমান-আক্কিদারও স্বীকৃতি হয়ে গেছে।
এখন প্রমাণিত সত্য, কওমি মাদরাসার উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আক্বিদাভুক্ত, অন্য দাবিদাররা নয়।
দেশের অর্থনীতি ব্যবস্থাপনার বিষয় উল্লেখ করে তিনি বলেন, দেশে যে পরিমাণ ধনী ব্যক্তি রয়েছে, হিসাব করে যাকাত দিলে যাকাত নেওয়ার লোক বাংলাদেশে থাকবে না।
২দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় এম.পি আলহাজ্ব শফিকুল ইসলাম।
নাটোর জেলা ঈমান আক্বিদা সংরক্ষণ পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা লুৎফুর রহমান সভপতিত্বে সম্মেলনে আরো বয়ান করেন জামিল মাদরাসা, বগুরার মুহাদ্দিস মাওলানা আবদুল হক আজাদ, ঢাকার মোহাম্মদপুর মসজিদের খতিব মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি আব্দুর রহমান প্রমুখ।