আওয়ার ইসলাম: ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ছাত্রকে খুন করার দায়ে এক শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন। বিচারক আবদুর রহমান সরদার গতকাল রোববার এ রায় দেন।
২০১৩ সালের ২৯ আগস্ট সজল চন্দ্র মজুমদার (১৪) নামের ওই ছাত্রের খুনের ঘটনায় কোচিং মাস্টার সবুজ চন্দ্রধর অভিযুক্ত হন।
নিহত সজল চন্দ্র মজুমদার (১৪)। সে কাফরুল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সবুজ চন্দ্র সূত্রধর। কাফরুল এলাকায় একটি কোচিং সেন্টার পরিচালনা করতেন তিনি।
মামলার কাগজপত্র বলছে, ইংরেজি পড়ার জন্য সজল আসামি সবুজের কোচিং সেন্টারে ভর্তি হয়। কোচিং সেন্টারের নাম ফ্যান্টাসি এডুকেশন কেয়ার কোচিং। ভর্তি হওয়ার পর মাত্র আট থেকে দশ দিন সে কোচিংয়ে ক্লাস করতে যায়।
‘সজলকে হত্যার কথা স্বীকার করে সবুজ চন্দ্র সূত্রধর আদালতকে বলেন, তাঁর মায়ের দুটি কিডনি নষ্ট হয়ে যায়। ছোট বোনের বিয়ে দেওয়ার জন্য অনেক ধারদেনা করেন। টাকার তাঁর খুব প্রয়োজন ছিল। ঘটনার দিন সজলের সঙ্গে বাসার নিচে দেখা হয়।’
‘সজল তখন শিক্ষক সবুজের বাসায় যেতে চায়। বাসায় যাওয়ার পর সজল সবুজের কাছে কিছু খেতে চায়। সজল তখন ঘরের বাইরে গিয়ে এক বোতল কোমলপানীয় কেনে। ওষুধের দোকান থেকে ঘুমের ওষুধ কেনে। ঘুমের ওষুধ কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে সজলকে পান করতে দেয়।’