বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


ঠাকুরগাঁও-ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ঠাকুরগাঁওবাসীর দাবি পূরণ হল দীর্ঘ প্রতিক্ষার পর। এবার ঠাকুরগাঁও থেকে ঢাকায় সরাসরি ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে সরাসরি রাজধানী ঢাকার সঙ্গে ঠাকুরগাঁয়ে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়।

ঠাকুরগাঁও রেলস্টেশন সহকারি মাস্টার অনুপ বসাক জানান, সকালে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ট্রেনে উঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সকাল ৭টা ৫৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে দ্রুতযান নামে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ঠাকুরগাঁও ছেড়ে যায়। এ ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়।

একই দিন একতা এক্সপ্রেস নামে আরেকটি আন্তঃনগর ট্রেন রাত ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে রাত ৯টা ৩৮ মিনিটে ঠাকুরগাঁও পৌঁছাবে।

এরপর রাত ৯টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশী প্রমুখ।

বিএনপি নির্বাচনে আসছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ