বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


‘আমীরে মজলিসের স্বপ্ন বাস্তবায়নে আতাউর রহমানকে নির্বাচিত করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আফরোজ আলীর পরিচালনায় পীরের বাজারে প্রয়াত আমীরে মজলিস স্মরণে প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ১ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব ও সম্মিলিত জাতীয় জোটের শীর্ষ নেতা মাওলানা মুফতী মাহফুজুল হক বলেন, প্রয়াত আমীরে মজলিস প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহ. ছিলেন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের প্রাণপুরুষ।

আজীবন তিনি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। বাংলার সিংহ পুরুষ প্রিন্সিপাল রহ.ছিলেন নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের সফল রূপকার, ইসলাম বিরোধী শক্তির আতংক। জাতীয় এ নেতার অসমাপ্ত কাজ আঞ্জাম দিতে সকলকে কাজ করতে হবে।

তিনি বলেন, আমীরে মজলিসের স্বপ্ন ও খেলাফতের কাজকে তরান্বিত করতে সিলেট ২ আসনে দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আতাউর রহমানকে আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের নায়বে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেন, আমীরে মজলিস রহ. ইসলামের বহুমুখী খেদমত করে গেছেন, ইতিহাসে তাঁর অবদান চির স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, বিশিষ্ট আলেম শায়খ মাওলানা নুরুল ইসলাম মইজপুরী, সহ-বায়তুল মাল ও অফিস সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মহানগর সহ-সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, সহ-সভাপতি পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা আব্দুল কাইয়ুম, সিলেট জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক ডা.মোস্তফা আজাদ, সাংগঠনিক সম্পাদক কাজী জুনায়েদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা শমসের আলী, সাধারণ সম্পাদক মাওলানা আনহার উদ্দিন, মাওলানা ছমির উদ্দিন বিশ্বনাথী, মাওলানা আশরাফুল হক, মাওলানা কবির উদ্দিন, মাওলানা আর্জুমন্দ আলী, মাওলানা আতিকুর রহমান প্রমুখ।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ