আওয়ার ইসলাম: ভারতে পাচারকালে সীমান্ত থেকে আড়াই কোটি টাকা মূল্যমানের ৪০ পিস স্বর্ণবার জব্দ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। এ সময় সজিব হোসেন নামে ২২ বছর বয়সী এক চোরাচালানিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকাল নয়টায় বিশেষ কায়দায় শরীরে করে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা তাকে যশোরের বেনাপোলের বারোপোতা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সজিব যশোরের শার্শা উপজেলার বাগআচড়া সাত মাইল এলাকার রেজাউল হোসেনের ছেলে।
কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, বেনাপোলের বারোপোতা সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় মোটরসাইকেলসহ সজিবকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৪০টি স্বর্ণবার জব্দ করা হয়। জব্দ করা এসব স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা বলে বিজিবি জানায়।
সজিবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হযেছে। এছাড়া স্বর্ণগুলো বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
আরো পড়ুন- আজ বিএনপিতে যোগ দিচ্ছেন ‘সংস্কারপন্থী’ ১০ নেতা
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ