এম ওমর ফারুক আজাদ
চট্টগ্রাম প্রতিনিধি
বাস চালককে মারধর ও পুলিশে দেয়ার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে চট্টগ্রাম উত্তরজেলা বাস-ট্রাক মালিক সমিতি।
চালক-মালিকদের হঠাত এ অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দেখা দিয়েছে যানজট ও শহরগামী চাকুরিজীবি-ছাত্রদের চরম দুর্ভোগ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চালকের মুক্তির দাবিতে নাজিরহাট নতুন রাস্তার মাথা, হাটহাজারী বাসস্ট্যান্ড ও অক্সিজেন মোড়ে বিক্ষুব্ধ অবস্থান নিয়েছে বাস মালিক-চালক ও শ্রমিকেরা।
সড়ক অবরোধের ব্যাপারে চট্টগ্রাম উত্তরজেলা বাস-ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সামশুল আলম বলেন, গতকাল আমাদের দিদার নামের এক ড্রাইভারকে হাটহাজারী ১নং রাস্তার মাথায় (চবি গেইট) সিগনাল দেন ম্যাজিস্ট্রেট (গাড়ি নংঃ চট্টগ্রাম-ব ০৫-০০১৩) ।
‘কিন্তু চালক খেয়াল না করে না থামার কারণে তাকে দৌড়িয়ে হাটহাজারী থানার সামনে থেকে ধরে বেধড়ক পিঠুনির পাশাপাশি দ্রুত থানায় প্রেরণ করে দেয়। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি চালক দিদারের মুক্তি না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখব।’
এদিকে হঠাত এই অবরোধের কারণে ভোগান্তি ও চরম ক্ষোভ দেখা দিয়েছে চট্টগ্রাম শহরগামী চাকুরিজীবি-ছাত্র ও ব্যবসায়িদের মধ্যে।
লুতফুন নেছা নামের চট্টগ্রাম সরকারী কলেজের এক শিক্ষার্থী বলেন, আজকে আমাদের পরীক্ষা আছে। সকাল ১০থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু রাস্তায় এসে দেখছি কোনো ধরনের গাড়ি চলতে দিচ্ছে না বাস মালিক সমিতি। আগাম ঘোষনায় হঠাত এই কর্মসূচি আমার মতো আরো শিক্ষার্থীদের দুর্ভোগে ঠেলে দিয়েছে।
মধ্যপ্রাচ্যকে উন্নত দেখার আগে আমি মরতে চাই না: যুবরাজ
এসএস